রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে।
বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে।
এ সময় সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে স্বৈরাচারী পতিত শক্তি ষড়যন্ত্র করছে। আশা করবো নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করবে।
এ সময় দেশের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে চেয়ে আওয়ামী লীগ আজ পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।