এবার এনসিপি নেতা তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল। 

শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন।

ভিডিও বার্তায় নীলা অভিযোগ করেন, তুষার ও এনসিপির কিছু ব্যক্তি তাকে নিয়ে ‘অশালীন প্রচারণা চালাচ্ছেন। আপনারা যদি এসব বন্ধ না করেন, তবে নেপালে তুষারের সঙ্গে তোলা নগ্ন ভিডিও ও ছবি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করব। তখন আপনারা কোথায় গিয়ে অভিযোগ করবেন, সেটা আমি জানি না। তুষার যেন জনসম্মুখে আমার কাছে ক্ষমা চায়।

তিনি আরও বলেন, যদি এনসিপি ভুল স্বীকার না করে এবং দুঃখ প্রকাশ না করে, তাহলে আমি বাধ্য হয়ে আমার কাছে থাকা তুষারের সব ভিডিও ও ছবি প্রকাশ করব।

এর আগে নীলা ইস্রাফিল অভিযোগ করেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানোর সময় তুষার স্বামীর নামের ঘরে নিজের নাম লিখিয়েছিলেন।

অভিযোগের জবাবে তুষার ফেসবুকে লিখেছেন, নীলা মাথায় আঘাত পেয়ে তাদের অফিসে আসেন। পরে পুলিশ ও মানবাধিকার কর্মী লেনিনের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ফরম ইন্টার্ন ডাক্তাররা পূরণ করেছিলেন বলে দাবি করেন তিনি।

তুষার বলেন, হাসপাতালের ভর্তি ফরমের ফর্মালিটিজের কথা আপনারা সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী/পিতার নাম লিখতে হয়। অথবা যিনি নিয়ে এসেছেন তার নাম লিখতে হয়। এখানে পরিস্কারভাবে দেখা যাচ্ছে care of অর্থে C/O লেখা যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপারির একটা সীমা থাকা দরকার।