একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে ওই দল নানা নাটক ও মাস্টারপ্ল্যানের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার চেষ্টা করছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
রিজভী আরও উল্লেখ করেন, বিএনপির নামে বা এর অঙ্গসংগঠনের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিয়মিত পদ স্থগিত, শোকজ বা বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি তিনি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি দেশের জনসাধারণের জন্য এখনও উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন।