বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, এরশাদের চেয়ে বেশি স্বৈরাচার হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার স্টিম রোলার চালিয়েছে। জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে। এ ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের জনগণের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা। তিনি নিজের জন্য বা পরিবারের জন্য কিছুই করেননি।
নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, অনেকেই বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনকে প্রতিহত করতে হবে। এজন্য কি এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে? আবু সাঈদ মীর মুগ্ধ কি রক্ত দিয়েছে? গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে জেল জুলুম গুমের শিকার হয়ে আন্দোলন করে জুলাই আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।
আলোচনা সভায় হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও সংগীত শিল্পী মনির খান প্রমুখ।