আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অবস্থা স্বৈরাচারী হাসিনা সরকারের চেয়েও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতিবিজড়িত মাকড়াই এলাকায় কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এই কথা বলেন।
তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী ১৬ বছরের শাসনামলে যা হয়েছে, আপনারা যদি ১৬ মাসে তা করেন, তবে জনগণ এ মুহূর্তেই বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নেবে।
কৃষক শ্রমিক জনতা লীগের এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক (বীর প্রতীক)।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ঘাটাইলের মাকড়াই এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়। এ যুদ্ধে ১১ নম্বর সেক্টরের (বেসামরিক) সর্বাধিনায়ক আব্দুল কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং মুক্তিযোদ্ধা হাতেম শহীদ হন। এরপর থেকে প্রতিবছর ১৬ আগস্ট ঘাটাইলে এ স্মৃতিবিজড়িত স্থানে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে আসছেন।