গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির মধ্যে যদি বিভেদ তৈরি হয়, তবে তা রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনকে সহজ করে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে আমাদের আন্দোলনের সহযোদ্ধা কিছু রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা প্রশ্নের জন্ম নিচ্ছে। এই ধরনের অবস্থান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন সময়, এই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিকে বিভেদের বদলে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে চাইলে দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। অহেতুক বিতর্ক এবং একে অন্যকে দোষারোপ না করে একটি গণতান্ত্রিক, ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।
বিএনপির রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, আমাদের রাজনীতি হবে কাজের রাজনীতি। কথার রাজনীতি দিয়ে নয়, বাস্তবমুখী পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, গঠনমূলক রাজনীতি ও সেবামূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়ান।