আইআরআই ও বিএনপির বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আইআরআইয়ের প্রতিনিধিদলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আইআরআই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় আসন্ন নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, আইআরআই একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা, যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন এবং সুশাসন নিয়ে কাজ করে থাকে।