তিন দফা দাবিতে ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ

কওমি মাদরাসার সনদের যথাযথ স্বীকৃতি ও তা কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। সংগঠনটি আরও দাবি করেছে, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন বন্ধ করতে হবে এবং মুহাম্মাদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও এলজিবিটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ঢাকা মহানগর ইসলামী ছাত্রসমাজ আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব দাবি তুলে ধরা হয়।

তিনটি মূল দাবি

১. কওমি মাদরাসার সনদের যথাযথ স্বীকৃতি ও কার্যকারিতা নিশ্চিত করা।
২. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন স্থগিত করা।
৩. হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সমকামিতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সংগঠনের সহ-সভাপতি তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সনদের কার্যকারিতা নিয়ে টালবাহানা চলছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালেই এটি বাস্তবায়ন করা হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নেই। গাজায় যেখানে হাজার হাজার মানুষ মরছে, সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। অথচ বাংলাদেশে অফিস খুলে কী বার্তা দিতে চায় তারা।

অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, এ ধরনের কার্যক্রম দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ, সাংগঠনিক সচিব ওয়ালিউল্লাহ আরজু, এবং ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা।