ফ্যাসিস্ট আমলের মতো গুম-খুন দেখতে চাই না: রিজভী

আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না। আগের মতো বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তিও দেখতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে এই ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক চক্র বা ভিন্ন কোনো রহস্য আছে কি না, তা খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ আমরা একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে থাকা সব অমীমাংসিত বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

বর্তমানে আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে রিজভী বলেন, বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। এটি আমাদের দেশে একটি জটিল ও দুর্বোধ্য ব্যবস্থা। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এটি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পদ্ধতিতে দল প্রার্থী নির্ধারণ করবে, জনগণের পছন্দের মানুষ নির্বাচিত হবেন না। অর্থবিত্ত ও প্রভাবশালীদের দ্বারা সংসদ নিয়ন্ত্রিত হবে। এতে করে জনগণ তার প্রতিনিধিকে চিনতেই পারবে না। ফলে গণতন্ত্র আরও দুর্বল হবে।

রিজভী দাবি করেন, এই ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা হলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে। শেখ হাসিনা তার শাসনামলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করেছেন। বিচার ও আইনের শাসনকে ভেঙে চুরমার করে দিয়েছেন।

মেগা প্রকল্প নিয়ে রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। এটি স্পষ্ট দুর্নীতি। এর জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ অডিট হওয়া জরুরি। দেশের প্রতিটি খাতে দুর্নীতি প্রমাণিত, দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।