শুধু রাজনীতি নয়, অর্থনীতি ও গণমাধ্যমকেও গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু

শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলেই হবে না, অর্থনীতি ও গণমাধ্যমকেও গণতন্ত্রায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভোট দিয়ে সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; জীবনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যদি অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে না পারে, তবে গণতন্ত্র সফল হবে না। একইভাবে সাংবাদিকরাও যদি মুক্ত পরিবেশে কাজ করতে না পারেন, তবে গণতন্ত্র কার্যকর হবে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালানোর পর মানুষের আকাঙ্ক্ষা যে দল বুঝতে পারবে না, তাদের ভবিষ্যৎ নেই।’