শেখ হাসিনা জমিদারি ফিরে পেতে মরিয়া: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আবার তার সিংহাসন ফেরত পেতে চায়, দুর্বৃত্তের শাসন ফেরত পেতে চান। শেখ হাসিনা এ দেশের জমিদার ছিলেন। নির্বাচিত সরকার ছিলেন না। তার জমিদারি হাতছাড়া হয়েছে। তিনি এখন মরিয়া হয়ে গেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৬ বছরে নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে, ছাত্রনেতা, যুবনেতা নিরুদ্দেশ হয়ে গেছে। ইছামতী, মধুমতী, শীতলক্ষ্যা নদীর পাড়ে অনেক নেতার লাশ পাওয়া গেছে। আমাদের উপজেলা চেয়ারম্যানের লাশও পাওয়া গেছে। এই ভয়ংকর ফ্যাসিবাদী শাসন মোকাবেলা করে জুলাই-আগস্টের অভ্যুত্থানের যে মাঠ তৈরি করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলো কি সব বৃথা গেছে? এগুলো কি মিথ্যা হয়ে গেছে?

বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো.ওয়ারেছ আলী মামুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় যুবদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু প্রমুখ।