বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান। দলীয় সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি নিয়মিত টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের ১৮ জুনও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী গত বছর ১৮ সেপ্টেম্বরও চিকিৎসা শেষে ফিরোজায় ফিরেছিলেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয় । সেখানকার ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন তিনি। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।