আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘দু-একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেই ঐক্যে আজ কিছু পক্ষ ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা সংস্কারের জন্য আলোচনা করছি, বিতর্ক করছি, কিন্তু নির্বাচন নিয়ে যেন কেউ ধোঁয়াশা তৈরি না করে।
তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। সেই ভোটাধিকার নিশ্চিত করতে এখন যখন একটি সুযোগ এসেছে, তখন যেন আমরা নিজেরাই সেই পথের কাঁটা না হই।
নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে কোনো কোনো দলের আপত্তির প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এক বছর আলোচনা, দরকষাকষির পর এই রোডম্যাপ এসেছে। এখন যখন সেটা জাতির সামনে এসেছে, তখন এটিকে স্বাগত না জানিয়ে বরং সন্দেহ সৃষ্টি করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ আমরা গুম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেবো। গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করতে আইন প্রণয়নসহ যা যা প্রয়োজন, সবকিছু করবো।
আলোচনায় তিনি সব রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে যেকোনো মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার পথকে সুগম করি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক সংসদ গঠন করি।