জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা হাসপাতালের বাইরে ভিড় জমাচ্ছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে ঢামেক হাসপাতালের সামনে ভিন্ন রকম এক পরিস্থিতি দেখা যায়। হাসপাতালে ভিড় জমিয়েছেন গণঅধিকার পরিষদের কর্মী, সমর্থক এবং সহানুভূতিশীলরা।
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে জানান, নুরুল হক নুর এখন কিছুটা আশঙ্কামুক্ত হলেও তিনি এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। গতকাল রাতেই তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার বোর্ড তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যায়। একপর্যায়ে গণঅধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া হয় বলে জানা গেছে। এরপর পুলিশ পাল্টা ধাওয়া দেয় এবং আল রাজী টাওয়ারের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে ভিপি নুর গুরুতর আহত হন।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যান। সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আইসিইউতে ভর্তি করা হয়।