‘জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে’

জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে  তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। জাতীয় পার্টির স্বার্থ রক্ষার জন্য ভিপি নুরের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ হয়েছে।

যারা এই হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনী বলেছে ‘মব’, কিন্তু আমরা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি।

এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রাশেদ খান। সেই সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান।