জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জামায়াতে ইসলামীর

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও রাজনৈতিক নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ‘যমুনা’য় অনুষ্ঠিত বৈঠক শেষে এই মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

বৈঠকে ডা. তাহের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘এই হামলা কেবল ন্যক্কারজনক নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। তাই তাদের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক।

বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।