জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা এখন দৃশ্যমান। কোনো কোনো দল পরিকল্পিতভাবে নানা শর্ত আরোপ করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।
তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার প্রয়োজন। তবে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। কেবল সংস্কার দিয়ে তা টেকসই হবে না যদি জনগণের অধিকার চর্চার পথে বাধা থাকে।
তারেক রহমান বলেন, বর্তমানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার পরাজিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অভিপ্রায় প্রকাশ করে। তবে এ সরকারের কাছে দক্ষ, জবাবদিহিমূলক সরকারের মতো পারফরম্যান্স আশা করার যৌক্তিকতা নেই। এ সরকার যতদিন থাকবে, ততই তাদের দুর্বলতা প্রকাশ পাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি মানে কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া। বিএনপি সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যা এখন চূড়ান্ত পেপারওয়ার্কের পর্যায়ে রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। তবে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি কখনো পিছপা হয়নি, হবেও না।