সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)  গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় আল-রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এসময় গণঅধিকার পরিষদের কার্যালয়েও ভাঙচুর করা হয়। এই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।

হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। তারা বলছে, হামলাকারীদের পরিচয় স্পষ্ট থাকার পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া সরকারের নিরব সমর্থনেরই ইঙ্গিত দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নুর জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ছিলেন। তার ওপর হামলা শুধু ব্যক্তি নুর নয়, গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এই হামলার পেছনে আওয়ামী লীগের সহযোগী বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে দলটি।

গণ অধিকার পরিষদের দাবি তিনটি

  • হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
  • জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

দলটি মনে করে, এই হামলা নয়া বাংলাদেশ প্রতিষ্ঠার পথে ফ্যাসিবাদী শক্তির বাধা হয়ে দাঁড়িয়েছে। সমাবেশে সব গণতন্ত্রকামী দল, সংগঠন ও সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।