গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা মির্জা আব্বাস।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান।
হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরুল হকের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানেন।
এ সময় মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেন, নুর একজন অত্যন্ত সাহসী তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের জনগণ তার পাশে রয়েছে।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ওপর এমন ন্যাক্কারজনক হামলার পর উন্নত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এর আগে গত ২৯ আগস্ট রাতের দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।
নুরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।