‘একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করেছে বিএনপি’

বিএনপি সেই রাজনৈতিক দল, যারা একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমানে দেশে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি হচ্ছে সেই দল, যারা দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা ভিত্তি করে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছিলেন। সেই ধারা বন্ধ করে আজ দেশে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে। আজ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত। এই অবস্থার পরিবর্তনে আমাদের লক্ষ্য গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।

সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্বের সূচনা হবে। এমন নেতৃত্ব গড়ে উঠবে, যারা জনগণকে পথ দেখাবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।