কিছু শিক্ষক শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ‘আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ’ তোলা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। শিবির-সমর্থিত প্রার্থীদের পক্ষেই কাজ করছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

 

নাছির উদ্দীন বলেন, আমরা আচরণবিধি মেনেই ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই প্রচার চালালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আচরণবিধির বিষয়টি না জেনে বা বুঝেও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করছেন। তাদের কথাবার্তা ও কার্যক্রম দেখে মনে হচ্ছে, তারা শিবিরপন্থী প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

নাছির বলেন, তারা সুষ্ঠু ভোটে বিশ্বাসী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য হয়।

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, শিবির, বামজোট, স্বতন্ত্র ও অন্যান্য কয়েকটি প্যানেল থেকে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলছে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে বিভিন্ন প্যানেল থেকে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ উঠতে শুরু করেছে।