বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চা আগের মতোই সীমাবদ্ধ থাকবে, যা কারও কাম্য নয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, খুব জোর দিয়ে বলছি যদি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিবর্তন না আনি, তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতোই হবে। যেটা আমাদের কাম্য নয়।
তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে রাষ্ট্রকে একটি সঠিক ট্র্যাকে তোলা হয়েছে, এখন সময় এসেছে তা সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে আনার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, জুলাই আন্দোলন সেই ঐক্যের সুযোগ তৈরি করেছে। মতপার্থক্য থাকলেও, সেই শক্তিকে একত্রে ধরে রাখতে হবে।
সাংবিধানিক সংস্কারসহ যেসব দাবি এখনই তোলা হচ্ছে, সেগুলোর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সংস্কার তো চাই-ই, তবে সেটা যেন প্রকৃত গণতান্ত্রিক ধারা ও জনগণের স্বার্থ রক্ষায় হয়, ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে নয়।