বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালহাউদ্দিন আহমদ বলেছেন, সনদ বাস্তবায়ন এমনভাবে করা উচিত যাতে জনগণের মধ্যে কোনো প্রশ্ন বা অসন্তোষ জন্ম না নেয়।
তিনি আরও জানান, দলের পক্ষ থেকে প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনগণের আস্থা বজায় রাখার জন্য বিশেষ পদ্ধতি ও পরিকল্পনা গ্রহণ করা হবে।
সালহাউদ্দিন আহমদ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যা দু’দিনের মধ্যেই টিকে থাকবে না বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।’
গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। সেসময়ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদ শুধুমাত্র রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, এটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ হিসেবে দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করার জন্য সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।