উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।
নুরের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা গ্রহণ করবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে রাজি ছিলেন না। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড মত দিয়েছে, উন্নত চিকিৎসা ছাড়া তিনি সম্পূর্ণ সুস্থ হবেন না। তাই বাধ্য হয়েই তাকে বিদেশে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরসহ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি প্রায় ১৭ দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন।
তবে পরে তার শরীরে স্পাইন ও জয়েন্টে জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে আবারও রাজপথে ফিরবেন নুরুল হক নুর। চিকিৎসা শেষ করে তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।