বিএনপির উদার দৃষ্টিভঙ্গি সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক: মঈন খান 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক-অর্থনৈতিক পরিবেশ গঠনে বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার গুলশানে তার বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আসন্ন সাধারণ নির্বাচনে তাদের নীতি–অবস্থান নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ড. মঈন খান বলেন, ‘বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে, যা টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যাবশ্যক।’

রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর উন্নয়ন এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।

আলোচনায় ড. খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া উচ্চকক্ষ গঠন এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়েও বিস্তারিত আলাপ হয়। ড. মঈন খান উভয় ব্যবস্থার সুবিধা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে বাংলাদেশ ও ইউরোপীয় সমাজের ভিন্নতা ব্যাখ্যা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।