বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে তার দল। শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টিসহ দুর্নীতি নির্মূলে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।
জামায়াত আমির বলেন, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে দাবি আদায়ের জন্য কোনো কর্মজীবী মানুষকে এক মিনিটের জন্যও কর্মস্থল ত্যাগ করে রাস্তায় নামতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা, সেটাই তার হাতে পৌঁছে যাবে।
তিনি জানান, দলটির তিনটি প্রধান অঙ্গীকার রয়েছে। প্রথম অঙ্গীকার হলো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। শফিকুর রহমান বলেন, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ভাঙাচোরা। এ শিক্ষা মানুষকে দুর্নীতিবাজ বানায়, অনৈতিক করে তোলে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করব, যা মানুষকে নৈতিকভাবে গড়ে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।’
দ্বিতীয় অঙ্গীকার হিসেবে তিনি বলেন, ‘শুধু ডিগ্রি নয়, কাজের ভিত্তিতেই মানুষের মর্যাদা নির্ধারণ করা হবে। কর্মসংস্থানের এমন ব্যবস্থা থাকবে, যাতে কেউ বেকার না থাকে সে উদ্যোক্তা হবে বা চাকরিজীবী হবে।’
তৃতীয় অঙ্গীকার হিসেবে জামায়াতের আমির দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেবার কথা জানান। তিনি বলেন, ‘দেশে দুর্নীতির জোয়ার চলছে, আমরা সেটা থামাব। আমাদের সরকার হলে সার্ভিসের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে।’
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে এমন একটি সমাজ গড়ে তোলা হবে, যেখানে জনগণ তাদের মৌলিক অধিকার নিশ্চিতভাবে পাবে এবং রাষ্ট্র হবে সত্যিকার অর্থে কল্যাণকর।