শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহাঙ্গীর বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সব নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে তুলব, একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এসআই টুটুল, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অপু সিকদারসহ স্থানীয় নেতারা।