জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধানের শীষ প্রতীক বাতিলের দাবি তোলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধানের শীষ নিয়ে টানাটানি কেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তাহলে ধানের শীষ নিয়ে টানাটানি কেন।
তিনি বলেন, ধানের শীষ এখন অপ্রতিরোধ্য প্রতীক। সারাদেশে ধানের শীষের পক্ষে স্লোগান উঠেছে। এটিকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ধানের শীষ বিজয়ী হলে, যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে, তারা পালাতে বাধ্য হবে।
মির্জা ফখরুল আরও বলেন, যত সংস্কারই করা হোক না কেন, যত কৌশলই নেওয়া হোক না কেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র ফিরবে না।
এর আগের দিন (৯ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে অংশ নেয় এনসিপি। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের শাপলা প্রতীক দিতে হবে, না হলে ধানের শীষ ও সোনালি আঁশ প্রতীক বাতিল করতে হবে।
তিনি আরও দাবি করেন, শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।