হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার দাবি নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশের রাজনীতি ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আবারও সরব হয়েছেন। হাসিনা ও ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার দাবি করেছেন ‍তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নুর লিখেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার। 

তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আর্ন্তজাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেপ্তার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।

এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি, নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক-বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী  সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে।