সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই: মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বলেন  সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

মামুনুল হক বলেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের নীতিমালায় নেই। সংগঠন যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটি আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। কোনো সদস্য ব্যক্তিগতভাবে রাজনৈতিক কার্যক্রমে জড়ালে, সেটি তার ব্যক্তিগত বিষয়।’

তিনি বলেন, আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হন। সেটি তার ব্যক্তিগত স্বাধীনতা। সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘সরকার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়েছে, যা আমাদের ইসলামপন্থী জনতার চাহিদার সঙ্গে সাংঘর্ষিক। জনগণ তাদের সন্তানদের গান শেখাতে স্কুলে পাঠায় না, বরং একটি ইসলামি আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায়।’

তিনি আরও দাবি করেন, অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে, কুরআন অবমাননা ও কাঠামোগত ইসলামবিদ্বেষ রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে কঠোর আইন পাস করারও আহ্বান জানান তিনি।