ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত হবে, আমাদের জন্য তত ভালো হবে।’

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে নুরুল হক বলেন, ‘নির্বাচন সংঘাতমুখর হবে নাকি শান্তিপূর্ণ, তা নির্ভর করবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সময়মতো নির্বাচন না হলে রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে।’

গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের নেতৃত্বদানের মাধ্যমে গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

দলটি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার দিনই ২১ দফা কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের স্লোগান: ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।’