আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
নির্বাচনি জোট নিয়ে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না।
তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর শফিকুর রহমান প্রথমবারের মতো সিলেটে গেছেন।
জানা গেছে, তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।