বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু দল ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করছে এবং জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিচ্ছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রুহিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘অস্থির অবস্থা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে নির্বাচনবিমুখ দলগুলো।’
তিনি বলেন, ‘পিআরসহ সব অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত সরকারের।’
তিনি আরও বলেন, ‘এই দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে, আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।