ভারতকে হারিয়ে লাল-সবুজের সাফল্য, বিএনপি মহাসচিবের অভিনন্দন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঐতিহাসিক এই জয়ে সারাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে পরাজিত করে প্রতিবেশী ভারতকে। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন।

দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর এই অর্জনকে বাংলাদেশ ফুটবলের বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর এবার আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

জয়ের পর দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ ফুটবলের উন্নতি ও ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।