‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দলের দীর্ঘদিনের আন্দোলন সফল হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইড-এর আয়োজিত ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন ।

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন এটি ফেরত এসেছে, কীভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব এই ব্যবস্থার অধীনে, এবং ইতোমধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব দর্শন ও ভাবনা আছে। বিএনপি বিগত দিনের অপসংস্কৃতি থেকে বের হয়ে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে। অনির্বাচিত সরকারের অধীনে দেশের কতটা পিছিয়ে যাওয়ার প্রমাণ মানুষ দেখেছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার সকাল ১০টায় আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চ নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বাধীন বেঞ্চের অপর ছয় বিচারপতি ছিলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এবং এ কে এম আসাদুজ্জামা। রায়টি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রিভিউ আবেদন থেকে এসেছে।