নির্বাচনে এগিয়ে আছে বিএনপি: মির্জা ফখরুল

মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছে। সবাই আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে ও গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। দেশে নির্বাচনি আবহ সৃষ্টি হয়েছে। তাই বিএনপি আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে, তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।