ডা. শফিকুর রহমান

নির্বাচন সুষ্ঠু হলে যারাই ক্ষমতায় আসুক অভিনন্দন জানাবে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, স্বৈরাচার সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশগ্রহন করতে পারেনি। দেশগড়ার কাজে নারী-পুরুষ সকলেই অংশ নেবে।

তিনি আরও বলেন, কেউ যদি চোখ, মুখ না ঢাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না। জামায়াতের অঙ্গিকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এসময় তিনি অভিযোগ করে বলেন, এখনও সংস্কার হয়নি, কেউ না কেউ কোনো না কোনো সংস্কারে বাধা দিয়েছে। এটা চাই না, ওটা চাই না। শুধু চায় নির্বাচন। তবে আমরা যেনতেন নির্বাচন চাই না। সুষ্ঠু নির্বাচন চাই। 

জামায়াত আমির বলেন, আমাদের দল গায়ের জোর খাটানোর, কালো টাকার প্রভাব খাটানোর চেষ্টা করে না। আমাদের এসবের প্র্যাকটিসও নাই। আমাদের ওপর আস্থা না রাখলে টাকা দিয়ে ভোট কিনে ব্যালট ভরাতে চাই না। আমাদের অন্ধ সমর্থন দরকার নাই।