ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি সবাইকে! এ বাংলাদেশ যদি পরিচালনা করতে হয় বাংলাদেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে, দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ হুঁশিয়ারি দেন। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি।
সাদিক কায়েম বলেন, ভারত আমাদের উপর জুলুম, নির্যাতন ও নিষ্পেষণ করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দালালি চলবে না।
তিনি বলেন, কেউ যদি লন্ডন বসে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়, তাহলে সেটাও আর পারবে না। এ বাংলাদেশে সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। আমরা হুশিয়ার করতে চাই, সীমান্তে যদি আর একটি লাশও পড়ে তাহলে ১৮ কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ-প্রতিরোধে নামবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জয়নাল আবেদীন।
উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান, ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ, মহানগর শিবিরের সভাপতি শাহিন আহমদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।