মদিনায় মসজিদে নববীতে চালু হলো অত্যাধুনিক স্মার্ট কমান্ড সেন্টার

পবিত্র রমজানকে সামনে রেখে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে চালু করা হয়েছে অত্যাধুনিক স্মার্ট ইঞ্জিনিয়ারিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ২৪ ঘণ্টা সক্রিয় থাকা এই কেন্দ্র থেকে রিয়েল-টাইম তথ্যের মাধ্যমে মসজিদের সেবা কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনা কার্যক্রম তদারকি করা হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. তাওফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট সেন্টারের উদ্বোধন করেন।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ৩১৫ বর্গমিটার আয়তনের এই কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে দেয়ালে ঝোলানো ২২টি বড় ডিসপ্লে স্ক্রিন এবং একটি আধুনিক অপারেশনাল প্ল্যাটফর্ম। এসব স্ক্রিনের মাধ্যমে মসজিদে নববীর পুরো কমপ্লেক্সের সেবা ও সম্পদের অবস্থা এক নজরে পর্যবেক্ষণ করা যাবে।

এই কমান্ড সেন্টার থেকে রিয়েল-টাইম ডিজিটাল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। এর মধ্যে থাকবে বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতির কার্যকারিতা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাসহ সার্বিক সেবা কার্যক্রমের মান এবং মুসল্লি ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া। কোনো ধরনের সমস্যা বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

চার শিফটে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত এই সেন্টার দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করবে। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে মুসল্লির সংখ্যা বহুগুণ বেড়ে গেলে ভিড় ব্যবস্থাপনা ও সেবার মান বজায় রাখতে এই প্রযুক্তিনির্ভর কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ ছাড়া কমান্ড সেন্টারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম, নিয়মনীতি পরিপালন পর্যবেক্ষণ টুল এবং পারফরম্যান্স বিশ্লেষণ সফটওয়্যার। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সৌদি প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে হারামাইন শরিফাইনের সেবাব্যবস্থা আরও উন্নত করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।