টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। এই পর্বে আমির মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশ নেওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলে ইজতেমা ময়দানে এসেছেন। এর আগে আয়োজক কর্তৃপক্ষের শীর্ষ মুরুব্বিরা ময়দানে পৌঁছান।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওলানা সাদ কান্দালভীর তিন ছেলেসহ ১৪ জনের একটি জামাত বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় তাদেরকে অব্যর্থনা জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ওসামা ইসলামসহ মুরব্বিগণ। পরে তাদের বহনকারী গাড়ি বহর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী ময়দানে পৌঁছায়।
তিনি জানান, সকলের উপস্থিতিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ইজতেমার প্রথম মাশোয়ারা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজারের বেশি মেহমান টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।