টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের বয়ান চলছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে পবিত্র কোরআন-হাদিসের আলোকে এ বয়ান শুরু হয়।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমের দেয়া তথ্যমতে, ভোরে ভারতের মাওলানা সাঈদ বিন সাদ’র বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ানটি বাংলা অনুবাদ করছেন মুফতি ওসামা ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলছেন ভারতের মাওলানা আব্দুল আজিম। যোহরের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ, বাংলায় অনুবাদ করবেন মাওলানা মাহমুদুল্লাহ্। আসর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমান বয়ান করবেন আর অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন। এছাড়াও মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা মুফতি ইয়াকুব বয়ান করবেন, বাংলায় অনুবাদ করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে সফিকুল ইসলাম জানান, ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়া সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। এবারের ইজতেমায় ভারতের দিল্লি মারকাজের মাওলানা সা’দ কান্ধলভি না এলেও তার তিন ছেলে এসেছেন।