আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত থেকেই হজযাত্রীরা তাঁবুর শহর মিনায় যাওয়া শুরু করেছেন।

এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হয়েছেন তারা। সবার কণ্ঠে তালবিয়া-‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নালহামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাক।’

মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন হাজিরা।

এবার হজের সময় সৌদি আরবে তীব্র গরম। সব কষ্ট উপেক্ষা করেই হজের আমল করছেন হজযাত্রীরা।

নিয়ম অনুযায়ী, ৮ জিলহজ মিনায় তাবুতে অবস্থান করেন হাজিরা। ৯ জিলহজ ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশে। আরাফার ময়দান থেকে জোহর-আসর এক সাথে আদায় করেই রওনা দেবেন ৮ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজানে ভিন্ন ইকামতে আদায় করবেন। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ হজে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ১৫ লাখের কিছু বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটি জানিয়েছে, আকাশ, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন ১৫ লাখ ৪৭ হাজার ২৯৫ হজযাত্রী। ১৪ লাখ ৮৩ হাজার ৩১২ হজযাত্রী পৌঁছেছে বিমান পথে। আর ৪ হাজার ৭১০ জন হজযাত্রী পৌঁছেছেন সমুদ্র পথে।

গত বছর বিশ্বের ১৫০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মানুষের হজের কথা থাকলেও শেষ পর্যন্ত করতে পেরেছিলেন ১৮ লাখ মানুষ।