১৮ লক্ষাধিক মুসল্লির হজ সম্পন্ন

চলতি বছরের পবিত্র হজ পালন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) পাঁচ দিনব্যাপী টানা তীব্র তাপদাহ ও লু হাওয়ার মধ্যে এবার ১৮ লক্ষাধিক নারী-পুরুষ পবিত্র হজ পালন করেছেন। ৮ থেকে ১২ জিলহজ এই ৫ দিনে ৪ জায়গায় হাজীরা ৯টি দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনটি ফরজ এবং ছয়টি ওয়াজিব ছিল।

মঙ্গলবার (১৮ জুন) তিন জামারায় পাথর নিক্ষেপের পর অধিকাংশ হাজীদের গন্তব্য মক্কা হয়ে জেদ্দা বিমানবন্দর।

পূর্ব এশিয়া ও সৌদি আরবের সীমান্ত ঘেঁষা দেশগুলোর অধিকাংশ হাজীরা সড়কপথে নিজ দেশে যাত্রা করেছেন। আবার অনেকে বিমানে সৌদি আরব ছাড়ছেন।

অপরদিকে ১ জিলহজ যারা হজ পালন করতে এসেছিলেন এখন তাদের গন্তব্য মদীনা। আবার অনেকে মক্কায় এসে হজ পালন শেষে মদীনায় যাচ্ছেন।

অনুমতি ছাড়া হজ করতে আসা পৌনে ২ লাখ মানুষকে সৌদি আরবের পুলিশ মক্কা থেকে জিলহজ মাসের শুরুতেই বের করে দিয়েছে।

সৌদি আরব জানিয়েছে, এ বছর মোট হজ করেছেন, ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। পুরুষ হাজী ৯ লাখ ৫৮ হাজার ১৩৭ জন। আর নারী হাজী ৮ লাখ ৭৫ হাজার ২৭ জন। সবচেয়ে বেশি হজে অংশ নিয়েছেন এশিয়ার দেশগুলো থেকে। তাদের সংখ্যা ৬৩. ৩ শতাংশ।

এদিকে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপমাত্রার কারণে হজের সময় হিটস্ট্রোকে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশি হাজীদের মধ্যে ১৫ জনের বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে। ১৫ জনের মধ্যে একজন নারী আর বাকি ১৪ জন পুরুষ।