খাবার জাতীয় কোনো বস্তু পাকস্থলীতে পৌঁছলে রোজা ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে, ইবনু আব্বাস (রা.) বলেন, ‘কোনো কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ (সহিহ বুখারি, ১/২৬০)
অনিচ্ছায় যদি কারো নাক, মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে এর কারণে রোজা ভাঙ্গবে না। তবে ইচ্ছাকৃত নাক-মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। (হেদায়া, ১/১০৮) স্বেচ্ছায় ধূমপান করলে কাজা-কাফফারা দিতে হবে। (আদ্দুররুল মুখতার, ২/৩৯৫; ইমদাদুল ফাতাওয়া, ৬৮১)