ফজরে যে আমলে মিলবে হজ-ওমরাহর সওয়াব

যাদের হজ অথবা ওমরাহ পালনে যাওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য মহানবী (সা.) এমন কিছু পথ বের করে দিয়েছেন, যেগুলো দ্বারা তারা কবুল হজ ও ওমরাহর সওয়াব পেয়ে যেতে পারে। ফজরের পর অল্প সময় ও ছোট্ট আমলের বিনিময়ে রয়েছে পূর্ণ একটি হজ ও একটি ওমরাহর সাওয়াব। অল্প সময়ে গুরুত্বপূর্ণ এ ছোট্ট আমলটি করতেন বিশ্বনবি। 

আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এনেছে, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করবে এবং এরপর দু’রাকাত সালাত আদায় করবে, তার জন্য একটি হজ ও ওমরাহ পালনের সওয়াব হবে। 

আনাস (রা.) বলেন- নবীজি বলেছেন, ওই ব্যক্তির জন্য হজ ও ওমরাহর পরিপূর্ণ সওয়াব হবে, পরিপূর্ণ সওয়াব হবে, পরিপূর্ণ সওয়াব হবে। (তিরমিজি, হাদিস: ৫৮৬)