সৌদি আরবের মক্কায় মুসলিমানদের সবচেয়ে ধর্মীয় জমায়েত পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হজ পালন শেষে হাজিরা সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণায়।
মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৯০ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন। পরদিন ৫ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাঈ সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন। এ বছর বিশ্বের প্রায় ১৮০ দেশ থেকে ১৬ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করছেন।