দেশে ফিরেছেন ৪৩ হাজার হাজি

পবিত্র হজ পালনে শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রায় ৪৩ হাজার হাজি। মোট ১০৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।

রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪২ হাজার ৯৫০ জন। মোট ১০৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।

এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৩৭ হাজার ৯৪৪ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে দেশে ফেরা হজের ১০৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১৮ হাজার ৫৪৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৭ হাজার ৩২৫ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।

এ বছর ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে। ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ ও বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।