দেশে ফিরলেন ৪৭ হাজার ২১২ হাজি

হজ পালন শেষে রোববার (২২ জুন) সৌদি আরব থেকে মোট ৪৭ হাজার ২১২ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪২ হাজার ২০৬ জন। 

সোমবার (২৩ জুন) হজ অফিসের বুলেটিন থেকে এ তথ্য  জানা গেছে।

এদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। 

এ বছর ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে। ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ ও বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।