মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নত

মসজিদে প্রবেশের সুন্নত


১. মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া।

২. দরুদ শরিফ পড়া।

৩. এই দোয়া পড়া:

اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ  (উচ্চারণ: আল্লাহুম্মাফ-তাহ লী আবওয়াবা রাহমাতিক।)

অর্থ: হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

উল্লিখিত বিসমিল্লাহ, দরুদ ও দোয়া একত্রে এভাবে পড়া যায়:


بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ  (উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ-তাহ লী আবওয়াবা রাহমাতিক।)

অর্থ: আল্লাহর নামে মসজিদে প্রবেশ করছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

৪. মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা।

৫. মসজিদে প্রবেশের সময় নফল ইতেকাফের নিয়ত করা।

মসজিদ থেকে বের হওয়ার সুন্নত

১. মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়া।

২.দরুদ শরিফ পড়া।

৩. এই দোয়া পড়া:

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ  (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।)

অর্থ: হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।

উল্লিখিত বিসমিল্লাহ, দরুদ ও দোয়া একত্রে এভাবে পড়া যায়:

بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ  (উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।)

অর্থ: আল্লাহর নামে মসজিদ থেকে বের হচ্ছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।

৪. মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের বাইরে বাম পা আগে রাখা।

৫. জুতা পরিধানের ক্ষেত্রে প্রথম ডান পায়ে জুতা পরা, তারপর বাম পায়ে পরা।