বিপদ থেকে দ্রুত মুক্তির দোয়া

জীবনে বিপদ, দুশ্চিন্তা ও নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হওয়া স্বাভাবিক। আল্লাহ তায়ালা বান্দাকে কখনও কখনও বিপদের মাধ্যমে পরীক্ষা করেন এবং তার দিকে ফেরার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করা ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা মুমিনের কর্তব্য।

বিপদ থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য হাদিসে কিছু দোয়া বর্ণিত হয়েছে। এসব দোয়া পড়লে বান্দার প্রতি আল্লাহ তায়ালার রহমত নাযিল হয়।

বিপদ থেকে মুক্তির দোয়া ও অর্থ
উচ্চারণ:
‘লা-ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ্জালিমীন।’

অর্থ: তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি পবিত্র। নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী।
(তিরমিজি, হাদিস : ১৬৮)

উচ্চারণ:
‘আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনী ইলা নাফসী ত্বরফাতা আইন, ও আসলিহ লী শা’নী কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আনতা।’

অর্থ: হে আল্লাহ! তোমার রহমতেরই আশা রাখি। আমাকে এক পলকের জন্যও আমার নিজের ওপর ছেড়ে দিও না এবং আমার সব অবস্থাকে সংশোধিত করে দাও। তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই।

উচ্চারণ:
‘আল্লা-হু আল্লা-হু রাব্বী, লা উশরিকু বিহী শাই।’

অর্থ: আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমি তাঁর সাথে কিছুই শরীক করি না।
(সহিহ ইবনে মাজাহ, হাদিস : ৩৩৫)

উচ্চারণ:
‘লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ও রাব্বুল আরয্বি ও রাব্বুল আরশিল কারীম।’

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; তিনি মহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; তিনি আসমানসমূহ, জমিন ও সম্মানিত আরশের অধিপতি।
(বুখারি, হাদিস : ১৫৪)